ফ্রি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স।
![]() |
ফ্রি কোর্স |
প্রিয় বন্ধু মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছতে এক বিশাল ফ্রি কোর্সের আয়োজন করেছেন -এডুলাইফ ট্রেনিং ইনস্টিটিউট- ফ্রি কোর্সে র আওতায় 2 টি কোর্স রয়েছে একটি হলো= ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আর অন্যটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মোট 30 জন করে সিট থাকছে। আমি মনে করি এটা একটা বিশাল সুযোগ কোর্সটি করার। আর এই কোর্সের মেয়াদ 3 মাস আর মাত্র 2 সময় আছে যারা এখনো ভর্তি হতে পারেননি তাদের বলছি তারা এখনই ভর্তি হয়ে নিন কারন 28শে মার্চ হতে কোর্সের মূল্য আবার 15,000/- টাকায় ফিরে যাবে। তাই পরে আফসোস করবেন। কোর্সটি করার জন্য কিছু শর্ত দিয়েছেন কর্তৃপক্ষ তা হলো- আপনাকে অবশ্যই ইন্টার পাশ হতে হবে অথবা ইংলিশে ভাল পারদর্শি হতে হবে, আপনার অবশ্যই একটি ল্যাপটপ থাকতে হবে। প্রতিটি ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং প্রতিদিনের হোম ওয়ার্ক প্রতিদিন এডুলাইফের ফেইসবুক পেইজ ফোরামে জমা দিতে হবে। পরপর দুইটি ক্লাস মিস করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। এবং কোর্স শুরু হওয়ার আগেই লেনদেন সম্পুর্ন করতে হবে। আরো বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ কেরতে অনুরোধ করা হলো।
ফেইসবুক পেইজ = https://www.facebook.com/Edulifebd/
web- =www.edulifebd.com
mobile = 01816575225,01831731337
No comments