What Is Outsourcing- আউটসোর্সিং কি?
আউট সোর্সিং কি?
আউট সোর্সিং এ বাংলাদেশের স্থান 3য়। কিন্তু তার পরেও বাংলাদেশ অনেক পিছিয়ে। আউট সোর্সিং বলতে আমরা সহজ ভাষায় যা বুঝি তা হল অনলাইন থেকে ইনকাম করা। কাজ করার মাধ্যমে আমরা যে ইনকাম আমরা করে থাকি। আপনি চাইলে ঘরে বসে আউট সোর্সিং করে টাকা ইনকাম করতে পারেন। আপনি অনলাইন মার্কেট প্লেসে আপনার প্রোফাইল ক্রিয়েট করে বিভন্ন দেশের কাজ করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে সঠিক সময়ে কাজটি করে ডেলিভারি দিলেইআপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। এক কথায় ঘরে বসে চাকুরী করবেন।
আউট সোর্সিং এ বাংলাদেশের স্থান 3য়। কিন্তু তার পরেও বাংলাদেশ অনেক পিছিয়ে। আউট সোর্সিং বলতে আমরা সহজ ভাষায় যা বুঝি তা হল অনলাইন থেকে ইনকাম করা। কাজ করার মাধ্যমে আমরা যে ইনকাম আমরা করে থাকি। আপনি চাইলে ঘরে বসে আউট সোর্সিং করে টাকা ইনকাম করতে পারেন। আপনি অনলাইন মার্কেট প্লেসে আপনার প্রোফাইল ক্রিয়েট করে বিভন্ন দেশের কাজ করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে সঠিক সময়ে কাজটি করে ডেলিভারি দিলেইআপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। এক কথায় ঘরে বসে চাকুরী করবেন।
কেন আউট সোসিং করবেন?
ঘরে বসে একটি স্মার্ট ইনকাম করার লক্ষে আমরা আউট সোর্সিং করব। আমরা চাইলে প্রফেশনাল হিসাবে কাজ করতে পারি কারন অনলাইনে কাজের কোন অভাব নাই। শুধু জানার অভাব আপনি যদি কাজ পারেন তাহলে বসে না থেকে শুরু করে দিন আর ইনকাম করুন। এক কথায় আপনার অর্থের চাহিদা পূরণ করার জন্যই আপনি আউট সোর্সিং করবেন। মনে করবেন এটি আপনার চাকুরী । অসুবিধা কি আপনি ঘরে চাকুরী করবেন।
কিভাবে শুরু করবেন?
আমাদের মনে অনেক প্রশ্ন কিভাবে আমরা আউট সোর্সিং এ কাজ শুরু করব। পারব কি পারব না, আমার দ্বারা হবে না ইত্যাদি ইত্যাদি ভাবতে থাকি। কবে শুরু করতে হলে আপনাকে শিখতে হবে কারন না শিখলে আপনিতো পারবেননা। নিজে নিজে তো আর সবকিছু শেখা যায় না কারো না কারে হেল্প আপনার অবশ্যই প্রয়োজন হবে। মনে রাখবেন শেখার কোন বিকল্প নাই না শিখলে আপনি ভাল কিছু করতে পারবেন না।
আউট সোর্সিং এর কাজ কি?
আউট সোর্সিং এ কাজ হল আমাদের বাস্তব জীবনে সরাসরি কোন মানুষের কাছ থেকে আমরা যেই যেই কাজ করি বা করায়ে থাকি ঠিক সেই কাজটা আমরা অনলাইনে বসে করি বা করায়ে থাকি সেটাই হল আউট সোর্সিং এর কাজ । আমি আরো ভেঙ্গে বলি যেমন আপনার একটি ওয়েব সাইট তৈরী করা প্রয়োজন বা আপনি ওয়েব সাইট তৈরী করেন সেক্ষেত্রে আপনি কি করবেন হয়ত আপনি কোন সফটওয়ার ডেভলপমেন্ট অফিসে বা যে ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট এর কাজ করে তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে ওর্ডার দিবেন বা ওর্ডার নিবেন এই ক্ষেত্রে যে ওয়েব সাইটি তৈরী করার জন্য ওর্ডার দিবে সে হল বায়ার তার মানে অনলাইন মার্কেট প্লেসে সে ওর্ডার দিবে, আরেকটি হল যে কাজটি করে দিবে সেল আউট সোর্সার বা ফ্রিলেন্সার তাহলে বুঝতে পারলেন তো আউট সোর্সিং এর কাজ কি। আমি ভেঙ্গে বলেছি কারন অনেকের মনে প্রশ্ন থাকে যে আউট সোর্সিং এ কি কাজ করে।
আউট সোর্সিং এর বিষয় কি কি? বা কি কি বিষয়ে শেখা যায়?
আউসসোর্সিং এর বিষয় অনেক। আমাদের বাস্তব জীবনে যা যা কাজ করা বা করানো প্রয়োজন হয় প্রত্যেকটি কাজই এক একটি বিষয় আমি নিচে কয়েকটি বিষয় লিখে দেখালাম-
1। ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট
2। গ্রাফিক্স ডিজাইন ( বিল্ডিং,শার্ট,টি-শার্ট,লোগো,নকশা,ইত্যাদি)
3। এস,ই,ও
4। কিওয়ার্ড রিসার্স
5। ভিডিও এডিটিং
6। ইউ টিউবার
7। রাইটিং
8। প্রোগ্রামিং
9। এন্ডয়েড এপস তৈরী।
ইত্যাদি সহ আরো অনেক বিষয় আছে যার যেই যেই বিষয় ভাল লাগে সেই বিষয় শিখে আমরা অনলাইন মার্কেট প্লেসে প্রোফাইল তৈরী করে কাজ করতে পারি।
কোথায় শিখতে পারি?
যে যেই এলাকায় আছি সেই এলাকার কাছেই আউটসোর্সিং বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আমরা সেখানে গিয়ে ভর্তি হয়ে শিখতে পারি, অথবা অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারি। এই ক্ষেত্রে আমার চেনেলের ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন আপনার ব্রাউজারে ইউটিউব পেইজে গিয়ে লিখুন ( Rasel Tech ) এবং এন্টার দিন দেখবেন প্রথমে আমার আর,টি,সি লগো দেখা যাচ্ছে এটাই হল আমার চেনেল সেখানে ভিডিও তে ক্লিক করলে লিস্ট আসবে সেখান থেকে আপনার যা প্রয়োজন সেই ভিডিও দেখে আপনি শিখতে পারেন। সেক্ষেত্রে আমি বলব ভিডিও গুলো পুরো পুরি দেখবেন এবং মনযোগ সহকারে দেখবেন তাহলেই শিখতে পারবেন। আর আমাদের প্রতিষ্ঠান এর ঠিকানা হলো খাগড়াছড়ি আমরাই প্রধম এবং একমাত্র খাগড়াছড়িতে আউটসোর্সিং কোর্স শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ওয়েবসাইট www.edulifebd.com এই ঠিকানায় ঢুকলে বিস্তারিত জানতে পাবেন। তো আর দেরি না করে চলে আসুন- আউটসোর্সিং শিখুন স্মার্ট ক্যরিয়ার গরুন। ফোন- 01831-731-337, 01831-899-175 । email- rasellux20@gmail.com
সহজে কম খরচে কোন কোর্সটি শেখা যায় বা শিখে খুভ দ্রুত ইনকাম করা যায়?
দুটি বিষয়ে কোর্স করলে আপনি খুব তারাতারি আয় করতে পাবেন তা নিজে দেওয়া হলো-
1। ব্লগ সাইট এর মাধ্যমে
2। ইউটিউব চেনেল নিয়ে কাজ করলে।
তো এই ক্ষেত্রে সবচেয়ে ভাল হলো ইউটিউব নিয়ে কাজ করলে কারন এখানে আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা আর যদি ব্লগ সাইট নিয়ে কাজ করেন তাহলে টাকা দিয়ে সাইট তৈরী করতে হবে এবং ইনকাম আসতে সময় লাগবে 1 বছর। আর যদি আপনি ইউটিউব চেনেল নিয়ে কাজ করেন তাহলে 3-4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে আর কোন টাকা লাগবেনা। আপনার ইনকাম শুরু না হওয়া পর্যন্ত আমি মো: রাসেল আপনার পাশে থেকে ইনকাম ধরিয়ে ছাড়ব।
জেনে রাখুন
ইউটিউব চেনেল এ কাজ কাজ করে গুগল এডসেন্স থেকে যে কি হিউজ পরিমান টাকা ইনকাম করা যায় তা আপনি যদি প্র্যকটিক্যলি না করেন তাহলে বুঝতে পারবেননা। তো বন্ধুরা ইউটিউব নিয়ে কাজ করতে গেলে অনেক গুলো বিষয় নিয়ে জানতে হয়ে যেমন- চেনেল ক্রিয়েট,সেটিং,এডিটিং স্লাইড সো, আপলোড, এসইও, ভিউ বাড়ানো সহ ইত্যাদি কাজ জানতে হবে তো আমি চেনেলে এ কাজ করতে যা যা প্রয়োজন সবগুলো বিষয় একসাথে শেখাচ্ছি মাত্র 8,000/- টাকায় সময় 4 মাস প্রতি মাসে 2,000/- টাকা করে দিতে হবে। ক্লাস প্রতি সপ্তাহে তিন দিন। তো বেকার বসে না থেকে আউটসোর্সিং কোর্স শিখুন স্মার্ট ক্যরিয়ার গরুন (ধন্যবাদ)
বিস্তারিত জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন। = https://youtu.be/FgMiB8kdY9s
আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের লিংকে ক্লিক করুন-
Facebook Page:
https://www.facebook.com/raseltech
Facebook Group:
https://www.facebook.com/groups/raseltech/
Twitter:
https://twitter.com/mdrasellux
Google +
https://plus.google.com/u/0/116519198886849348310
Reddit:
https://www.reddit.com/user/raselteachingcenter/posts/
Tumblr:
Tumblr URL: raseltech.tumblr.com
Pinterest:
https://www.pinterest.com/rasellux20/
Followfast
http://followfast.com/promote.php?ref=rasellux20
ইউটিউব চেনেল লিংক:-
https://www.youtube.com/channel/UChjZcQpmHZulhGhOG01NPRA
gmail- www.rasellux20@gmail.com
============================
Thank You
No comments