ব্রয়লার মুরগি পালন পদ্দতী ( পর্ব-7)





*মুরগি পালন পদ্দতী
বিভিন্নভাবে মুরগি পালন করার যায় যেমন-
1। লিটার পদ্ধতি
2। মাঁচা পদ্ধতি
3। মাঁচা ও লিটার পদ্ধতি
4। খাঁচা পদ্ধতি

ব্রয়লার মুরগি পালন করার জন্য আমরা লিটার পদ্ধতি অবলম্বন করব।

লিটার পদ্ধতির উপকারিতা:
1। ঘর শুকনা ও দুর্গন্ধমুক্ত থাকে।
2। লিটার ব্যবহার করলে মেঝেতে পায়খানা লেপ্টে যায় না।
3। মুরগির জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর বিছানা তৈরী হয়।
4। পরবর্তিতে লিটার গুলো জৈবসার ও মাছের খাদ্যতে রুপান্তর হিসাবে ব্যবহার করা যায়।
5। লিটারে মুরগি পালন সহজ।

লিটার হিসাবে আমরা কাঠের গুরা অথবা ধানের তুষ ব্যবহার করব।

লিটার গুলো রৌদ্রে ভালভাবে শুকিয়ে নিতে হবে যাতে ভেজা না থাকে তারপর পুরো মেঝতে একবারে বিছিয়ে দেবনা মুরগি বাড়ার সাথে সাথে সাথে লিটার ও বাড়াতে হবে। প্রতি দিন কমপক্ষে 1 বার লিটার ওলট পালট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে লিটার না ভিজে যায়।

ব্রয়লার পালননে সবচেয়ে গরুত্বপূর্ণ অংশ হলো ব্রুডিং ব্যবস্থপনা তাই ব্রুডিং এর প্রতি গরুত্ব দিন ব্রুংডিং কালিন সময়ে যদি ভাল পরিচর্যা করবেন তত বেশী ফল পাবেন।
ব্রুডিংয়ের সময়ে সঠিক ঔষধ খাওয়াতে হবে কি কি ঔষধ খাওয়াবেন তা নিয়ে আমাদের ভিডিও আছে দেখে নিবেন।এবং সঠিক সময়ে সঠিক খাদ্য খাওয়াতে হবে। প্রথম থেকে 18 দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টাটার্ট ফিড এবং 19 দিন বয়সে থেকে যতদিন বাচঁবে ততিদিন ব্রয়লার গোয়ার ফিড খাওয়াতে হবে। মনে রাখবেন খামারে কখনও পানি বন্ধ করা যাবে না এবং খাদ্য যাতে সবসময় থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।রাতে কোনভাবে যেন খামারে অন্ধকার না থাকে সে জন্য আলোর ব্যবস্থা করতে হবে । খামারের মধ্যে চিৎকার চেচামেচি করা যাবেনা। খামারে বাইরের মানুষ প্রবেশ করা যাবেনা। যতবার খামারে ডূকবেন ততবার জীবানুনাশক স্প্রে করে নিবেন।
পর্ব-6 ব্রয়লার মুগগির 30 দিনের ঔষধের তালিকা
https://youtu.be/SfKca0IloCE

পর্য- 5 চিকগার্ড তৈরীর নিয়ম
https://www.youtube.com/watch?v=Dga4t...

পর্ব- 4 (ব্রয়লার মুরগির সেড জীবানু মুক্ত করন ও ব্রুর্ডিং তৈরীর পূর্ব প্রস্তুতী)
https://www.youtube.com/watch?v=DjTl7...

পর্ব-3 (ব্রয়লার মুরগির সেড তৈরী)
https://www.youtube.com/watch?v=V_Wku...

পর্ব-2 (বানিজ্যিক ভাবে খামার করার উপযুক্ত স্থান নির্বাচন)
https://youtu.be/q4e3RuxzCIc

পর্ব-1(ব্রয়লার মুরগি পালনে লাভ-লসের পরিমাণ)
https://youtu.be/agF9-HJAptE

Contact us
=========
My Blogsite=
https://rasel-tech.blogspot.com/#
Facebook Page - facebook.com/raseltech

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.